তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার করায় তার নির্বাচনী এলাকা সহিংসতার আশংকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং বিশ্বরোডে পুলিশের অবস্থান ও টহল জোরদার করা হয়। গত বুধবার রাতে দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আটক করার পর আজ সকাল থেকে গৌরীপুরে এ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ও বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।