অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেয়ায় ঘুমন্ত অবস্থায় স্বামী শেখ সরোয়ার হোসেনকে হাত-পা বেঁধে কুপিয়ে মারাত্মক জখম করেছে ৪ সন্তানের জননী বকুল বেগম (৩৫)। মূমূর্ষ অবস্থায় সরোয়ারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে বকুল বেগমকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ বকুলকে গ্রেফতার করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত আধুনা গ্রামে।
ওই গ্রামের দিনমজুর শেখ সরোয়ার অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে তার স্ত্রী ও চার সন্তানের জননী বকুল বেগম পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। তিনি একাধিকবার তার স্ত্রীকে বাঁধা দেয়ায় প্রায়ই তাদের দাম্পত্য কলহ লেগেই ছিলো। বুধবার রাতেও এনিয়ে তাদের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। বৃহস্পতিবার ভোরে সরোয়ারকে ঘুমন্ত অবস্থায় কৌশলে তার স্ত্রী বকুল বেগম হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় সরোয়ারের ডাক-চিৎকারে বাড়ির লোকজনে এগিয়ে এলে বকুল পালিয়ে যায়। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় সরোয়ার হোসেনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করেছে। সরোয়ার আরো জানান, ওইদিন দুপুরে এলাকাবাসী বকুলকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফোরকান আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বকুল বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওইদিন বিকেলে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।