ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবায় ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ২০ প্রার্থীর প্রতিক বরাদ্দ আজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ২:১১ অপরাহ্ণ
পবায় ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ২০ প্রার্থীর প্রতিক বরাদ্দ আজ

পবা ও রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার না করে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ৩৩ প্রার্থীর মধ্যে ১৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এই নির্বাচনে ২০ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকছেন । এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন । আজ বৃহস্পতিবার এই ২০ প্রার্থীর প্রতিক বরাদ্দ হবে বলে পবা নির্বাচন অফিসার আসাদুজ্জামান জানিয়েছেন। তিনি আরো জানান, পবা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রাজশাহীর অন্য ৮ উপজেলার চেয়ে সর্বোচ্চ সংখ্যক প্রতিদ্ব›িদ্ব প্রার্থী নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এদিকে গতকাল প্রত্যাহারের দিনে বিভিন্ন পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও এখনো রয়ে গেলেন ২০ জন প্রার্থী। এই উপজেলায় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী এ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী ২ মার্চ রবিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন। কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বুধবার যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান মানজাল, আব্দুর রউফ নান্নু ও সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান। বিএনপি থেকে রফিকুল ইসলাম রফিক, মুর্ত্তুজা আলি, মোস্তাক হোসেন ও সিরাজুল ইসলাম। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মাহফুজ হোসেন, হাফিজুর রহমান, মকছেদ আলি ও আব্দুর রাজ্জাক। বিএনপির আজমল রহমান, জামায়াতের জালাল উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেও মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। চেয়ারম্যান পদে যারা থেকে গেলেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত মোকবুল হুসাইন, ১৪ দল মনোনিত প্রার্থী পবা কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মনসুর রহমান, বিএনপির একাংশের শাহজাহান আলি, কুতুব উদ্দিন বাদশা, বিএনপির অপর অংশের আব্দুস সালাম, বজলে রেজবি আল হাসান মঞ্জিল। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি থেকে নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, উপাজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা আলী হোসেন, আব্দুস সাত্তার। এখানে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই। তবে ১৪ দল মনোনিত ওয়ার্কার্স পার্টির এসএম আশরাফুল হক তোতা ভাইস চেয়ারম্যান লড়াই করছেন। আর বিএনপির আব্দুস সাত্তার জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সহিংসতার মামলায় আটক আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে থেকে গেলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে বেগম সুফিয়া হাসান, রহিমা বেগম রেখা, মমতাজ বেগম। বিএনপি থেকে আলেফ লাম মীম ইয়াসমিন, তারজেমা বেগম। জামায়াত থেকে খায়রুন্নেসা, জাতীয় পার্টি থেকে নাসিমা বেগম এবং স্বতন্ত্র প্রার্থী নুসরাত জাহান সরকার বেনজির । এদিকে আজ বৃহস্পতিবার ২০ প্রার্থীর প্রতিক বরাদ্দ এবং আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পবায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

পবায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে “প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলঅমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এসএম তুহিনুর আলম। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা সালেহ আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহেদ আলী, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ইন্সট্রাকটর রতন কুমার প্রামানিক ও পবা ওয়ার্ল্ড ভিশন ডিপিএ প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল। উপজেলা সহকারি শিক্ষা অফিসার নুরুন্নাহার রুবীনার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোখলেসুর রহমান। শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফি আহমেদ সিফাত ও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক রুহুল আমিন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন প্রধান শিক্ষক জারজিস হোসেন ও সহকারি শিক্ষক শাহনাজ বেগম। শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত সাফি আহমেদ সিফাত, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত ফেরদৌসী খাতুন সংবর্ধনা দেয়া হয়।
এছাড়াও এ্যাথলেট্কিস এ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকারি দুয়ারী প্রাথমিক বিদ্যালয়ের হাবিবা খাতুন, জাতীয় পর্যায়ে রিলে রেসে নিশি খাতুন, জেসমিন খাতুন, আখিঁ খাতুন, সীমা খাতুন, ভারসাম্য দৌড়ে হাসি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

পবায় ফুটবল টূর্ণামেন্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পবা উপজেলা প্রশাসন ৩য় ফুটবল টূর্ণামেন্টন্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকলে উপজেলা মিনি হলরুমে নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমিনুল হক, সমাজসেবা অফিসার আবু তাহের, শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, চেয়ারম্যান সাইফুল বারি ভুলু, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১২ এপ্রিল দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। উপজেলার ২টি পৌরসভাসহ ৮টি ইউনিয়ন এ খেলায় অংশ নেবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!