ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর ৩টি উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ
নরসিংদীর ৩টি উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

এম লুত্ফর রহমান, নরসিংদী : বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী জেলার সদর, মনোহরদী, রায়পুরা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন ৪ জন। এরা হলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী (আনারস), শহীদ জনবন্ধু পৌরমেয়র লোকমান হোসেনের সহধর্মীনি তামান্না নুসরাত বুবলী (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল ওয়াহাব মোল্লা (মোটরসাইকেল), মোঃ হাবিবুল্লাহ বাহার হাবিব (দোয়াত কলম), উক্ত আসনে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কবির আহমেদ (চশমা), আমিরুল ইসলাম (মাইক), আব্দুল বাতেন শাহিন (বই), মোঃ কফিল উদ্দিন ভূইয়া (টিয়া পাখি), নাসির উদ্দিন (উড়োজাহাজ), মোঃ বাবুল সরকার (টিউবওয়েল), সাখাওয়াত হোসেন সকা (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যানরা হলেন, বিএনপি মনোনীত এড. উম্মে সালমা মায়া (হাঁস), আওয়ামী লীগ মনোনীত তৌহিদা সরকার রুনা (ফুটবল)।

Shamol Bangla Ads

মনোহরদীর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত সরদার মোয়াজ্জেম হোসেন (ঘোড়া), আওয়ামী লীগ মনোনীত মোঃ সাইফুল ইসলাম খান বীরু (টেলিফোন), জামায়াত মনোনীত মাওলানা মোঃ জাকারিয়া (মোটরসাইকেল), মোঃ বেলায়েত হোসেন (কাপ-পিরিচ), মোঃ শাহাদাৎ হোসেন সরকার (আনারস), মোল্লা জহিরুল ইসলাম মুকুল (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন একেএম জহিরুল হক (টিউবওয়েল), জামায়াত মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (মাইক), মোঃ নজরুল ইসলাম ভূইয়া (টিয়া পাখি), মোঃ মজিবুর রহমান (উড়োজাহাজ), আমিনুর রহমান সরকার দুলন (জাহাজ), মোঃ আবুল হাসেম (চশমা), মোঃ আব্দুল হান্নান মিয়া (বৈদ্যুতিক বাল্ব), মোঃ নাসির উদ্দিন (বই), এমএস ইকবাল আহমেদ (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আফরুজা সুলতানা রুবি (প্রজাপতি), নাসিমা পারভিন (হাঁস), বেদেনা আক্তার (কলস), রেখা বেগম (ফুটবল), সেলিনা আক্তার (বৈদ্যুতিক পাখা)।
অপরদিকে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত একক প্রার্থী কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ ফজলুর রহমান (দোয়াত কলম), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান (কাপ-পিরিচ), আওয়ামী লীগ অপর প্রার্থী এড. মোঃ সামসুল হক (আনারস), মোঃ গোলাপ মিয়া (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন জামায়াত মনোনীত প্রার্থী মোঃ পনির হোসেন মাস্টার (মাইক), ইদ্রিস আলী (চশমা), মোঃ গোলাম হোসেন (টিউবওয়েল), মোঃ মিলন মিয়া (তালা), মোঃ শরিফ হোসেন খান (টিয়া পাখি), মোঃ হারুন অর রশিদ ভূইয়া (উড়োজাহাজ), হানিফ উদ্দিন মোল্লা (জাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আইরিন পারভিন (বৈদ্যুতিক পাখা), জাহেদা বেগম (কলস), নাজমা বেগম (পদ্ম ফুল), মাহমুদা রহমান (হাঁস), রাশিদা আহমেদ (ফুটবল), শাহানা আক্তার (প্রজাপতি)। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে বিভিন্ন উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!