নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে গত ১১ই মার্চ বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আ.কাইয়ুম, থানার ওসি শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান আফছার আলী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ। সভাটি পরিচালনা করেন, অফিস সহকারী সাইদুজ্জামান।