তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রাইভেট হাসপাতাল দেবিদ্বার মেডিকেল সেন্টারে মোঃ ইউনুস(৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়। চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ব্যাপক ভাংচুর করেছে রোগীর স্বজনরা। ওই ঘটনায় রাতেই পুলিশ ডাক্তার সহ ২জন আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়।
জানা যায়, দেবিদ্বার পুরান বাজার এলাকার হাজী জলিল সরকারের ছেলে মোঃ ইউনুস সরকার। সে দেবিদ্বার সরকারী কলেজের সাবেক জি.এস এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ছিল। ইউনুস সোমবার দিবাগত রাতে প্রাইভেট হাসপাতাল দেবিদ্বার মেডিকেল সেন্টারে ভর্তি হন পিত্তস্থলীতে পাথর অপারেশন(কম্পিউটারের মাধ্যমে) করানো জন্য। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডাঃ আনোয়ারুল হক অপারেশন সম্পন্ন করে চলে যান। রাত সাড়ে ১২টার দিকে অপারেশনের পর পুনরায় জ্ঞান না ফিরে অপারেশন থিয়েটার সে মারা যায়। রোগীর অপারেশনের পূর্বে সম্পূর্ন ফিটনেস আছে কিনা ও পরে জ্ঞান ফেরানো এটি জেনারেল এনেস্তেশিয়ার দায়িত্ব। তখন অপারেশনের পূর্বে রোগীকে অজ্ঞান করা আবার জ্ঞান ফেরানো দায়িত্বে থাকা জেনারেল এনেস্তেশিয়া ডাঃ মোঃ শরীফ পালিয়ে যান। এসময় আপনজন হারানোর ক্ষোভে হাসপাতালের মালিক ও ডাক্তার বসার চেম্বার সহ ব্যাপক ভাংচুর করে নিহতের স্বজনরা। সংবাদপেয়ে ঘটনাস্থলে পৌঁেছ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের আবাসিক চিকিৎসক অহিদুজ্জামান ভূইয়া ও ওটি বয় পলাশকে আটক করে পুলিশ। এব্যাপারে নিহতের বড় ভাই কবির হোসেন(৪০) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বাদ আছর তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন হয়। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেনের নির্দেশে হাসপাতাল ভবনের সকল বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়।
নিহতের স্বজনা বলেন, অপারেশনের পর রোগীর জ্ঞান ফিরেনি, জ্ঞান ফেরানো চিকিৎসকের কাজ। এব্যাপারে জেনারেল এনেস্তেশিয়া ডাঃ মোঃ শরীফের মুঠোফোন(০১৮২২৭৪৬৫৪৯) বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি ও হাসপাতালের মালিক মেছবাহ্ উদ্দিন খোকন বলেন, ঘটনার সময় আমি ঢাকায় কাজে ব্যস্ত ছিলাম। রোগীর অপারেশন শেষে জ্ঞান ফিরে আসার কিছুক্ষণ পর আবার অজ্ঞান হয়ে গেলে চিকিৎসক জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। হাসপাতালের ১০/১২ জন ভর্তি রোগী ভয়ে চলে যায় ও ভাংচুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, সংবাদপেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। হাসপাতালের অন্য রোগীরা চলে যাওয়ায় কোন রোগী না থাকার কারণে ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ইউনুস সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা উঃ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ব্যারিষ্টার রিজবিউল আহসান মুন্সী, উপজেলা বিএনপির আহবায়ক এড. ফরিদ উদ্দিন আহম্মদ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)