দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্তনাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষন প্রাপ্ত ও প্রশিক্ষন বিহীন প্রধান শিক্ষকের পদ মর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত এবং বেতন স্কেল বৃদ্ধি করায় দুর্গাপুর উপজেলায় কর্মরত সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন গতকাল মঙ্গলবার এক আনন্দ মিছিল বের করেণ। মিছিলটি পৌর শহরের সবকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সম্মুথে গিয়ে শেষ হয়। সেখানে সমবেত প্রধান শিক্ষকগনের মধ্যে অনুভুতি বক্তব্যদেন সহকারী শিক্ষা অফিসার তারিক সালাহ উদ্দিন, প্রধান শিক্ষক ও সভাপতি মোঃ দিলদার হোসেন খান,প্রধান মিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,প্রধান শিক্ষক ও সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুল কাদের,প্রধান শিক্ষক শামছুল হক,প্রধান শিক্ষিকা স্বপ্না দেবী রায়,মিলকা ত্রিবেদী সহ অন্যান্যরা। বক্তব্য শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সমবেত শিক্ষকগন তাঁদের অনুভ’তি বক্তব্যে রাষ্ট্রপতি,প্রধান মন্ত্রী এবং সংশি“ষ্ট সকলকে আন্তরিক ও প্রাণঢালা শুভেচ্ছা জানান।