তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাদকদ্রব্য পান করার অপরাধে দুইব্যক্তিকে পৃথক ভাবে কারা ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার সকালে ও রাতে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে তাদের আটক করে ঘটনাস্থলেই আদালত বসিয়ে এসব সাজা প্রদান করেন।
থানা পুলিশ জানায়, গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাদক বিরোধী অভিযান চালানোর সময় তানোর পৌর এলাকার আমশো তাঁতিয়ালপাড়া গ্রামের কাঞ্চন(২৪) ও সিন্দুকাই গ্রামের রফিকুল ইসলাম গাঁজা ও চোলাইমদ করেন। এসময় নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে কাঞ্চনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও রফিকুলকে ৩ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করেন।