ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে জমজমাট নিবাচনী প্রচারণা : পোষ্টারে ছেয়ে গেছে পুরো এলাকা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৪ ৬:৩৩ অপরাহ্ণ

Tanore Nirbaconতানোর  প্রতিনিধি :  রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের গণসংযোগের ফলে নির্বাচনী আমেজে রয়েছেন ভোটাররা। গত শুক্রবার প্রতীক বরাদ্দ হবার পর পোষ্টার ও ব্যানার লাগানো আর প্রার্থীদের পদ চারনায় মুখরিত হয়ে উঠেছে তানোর উপজেলার মাঠ-ঘাট। একারণে নির্বাচনী আমেজে উঠেছেন ভোটাররা।
সরেজমিতে তানোর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতীক বরাদ্দ হবার পর প্রার্থীদের কর্মী ও সমর্থকরা পোষ্টার সাটাতে ব্যস্ত হয়ে পড়েছেন। একদিকে চলছে পোষ্টার লাগানো অপরদিকে চলছে পাড়া-মহল­ায় মাইকিং ও প্রার্থীদের ব্যাপক গণসংযোগ। ফলে জমে উঠেছে তানোর উপজেলা পরিষদ নির্বাচন।
এবছর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন এরা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি এমরান আলী মোল­া (মটরসাইকেল প্রতীক), মুন্ডুমালা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী (আনারস প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন দুইজন এরা হলেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আবদুর রহিম মোল­া (চশমা প্রতীক) ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম (তালা প্রতীক)। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। এরা হলেন বর্তমান উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত প্রার্থী বন্দনা রানী, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মমেনা আহম্মেদ, আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী সোনিয়া সরদার, বিদ্রোহী প্রার্থী মোস্তারী জাহান লাভলী, আওয়ামী সমর্থক ফরিদা বিবি ও সমিরন কিসকু। এসব প্রার্থীরা জয়ী হওয়ার আশায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের যোগ্যতাকে তুলে ধরে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
তানোর উপজেলা পরিষদ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তানোর উপজেলায় মোট ৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। পুরো উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬২ হাজার ১৭৫ জন ও নারী ভোটার রয়েছেন ৬৬ হাজার ৫৫৩ জন। এসব ভোটারদেরকে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট প্রদানের জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। বর্তমানে তানোর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা জোরে শোরে গণসংযোগ শুরু করেছেন। ভোটারদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনী আলাপ আলোচন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!