নীলফামারী প্রতিনিধি : পঞ্চম দফার নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে বৃহস্পতিবার। জেলা প্রশাসক কার্যালয়ে রির্টানিং অফিসার এসএএম রফিকুন্নবী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন। প্রতিক প্রাপ্তরা হলেন চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক বসুনিয়া (আনারস), মনছুরুল ইসলাম দানু (মটর সাইকেল) আব্দুল হাকিম ভুট্টু (কাপ=পিরিচ), আব্দুর রশিদ(দোয়াত কলম), আব্দুল জব্বার (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল মান্নান(টিউবওয়েল), শাহাদত হোসেন (বৈদ্যুতিক বাল্ব), রকিব হোসেন (টিয়াপাখি), ময়নুল হক (চশমা), আমিনুল ইসলাম (তালা), আব্দুল হাকিম (মাইক) এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) সাহানাজ পারভীন (সেলাই মেশিন), রওশন আখতার খানম (কলস), রুনা লায়লা (পদ্মফুল), বেগম রৌশন কানিজ (ক্যামেরা), ডেইজি নাজনীন মাশরাফি (হাঁস), নার্গিস তৌাহিদা আয়েশা (ফুটবল), মেহেরুন আক্তার (প্রজাপতি) ও সন্ধ্যা রানী রায় (বৈদ্যুতিক পাখা)।
জেলা নির্বাচন কর্মকতা জাকিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চম দফায় অনুষ্ঠিতব্য ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নীলফামারীতে বিশ্ব কিডনী দিবস উদযাপন
‘কিডনী রোগে ধীর গতি, বাড়ে বয়স বাড়ে ক্ষতি’ এই শে¬াগান নিয়ে বিশ্ব কিডনি দিবস উদযাপন হয়েছে নীলফামারীতে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কিডনি এ্যাওয়ার্ডনেস মনিটরিং এ্যান্ড প্রিভেনশন সোসাইটির (কাম্পস) আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বনার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) গুল¬াল সিংহের নেতৃত্বে র্যালিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, কাম্পস নীলফামারী জেলা প্রতিনিধি রোজিনুর রহমান রেদওয়ান প্রমুখ।
নীলফামারীতে শিক্ষা সপ্তাহ উদযাপন
র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকরে কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা শিক্ষা অফিস চত্তরে অনুষ্ঠিত শিক্ষা মেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মিলিত হয়। জেলা শিক্ষা অফিস চত্তরে অনুষ্ঠিত শিক্ষা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা।