রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানর ছাগলডাঙ্গী গ্রামের গম ক্ষেত থেকে ১৩ মার্চ পজিরউদ্দিন (৩৩)’র মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গি থানা পুলিশ।
জানা যায়, ছাগলডাঙ্গী গ্রামে রফিকুলের মিলের পার্শ্বে রাস্তা সংলগ্ন গম ক্ষেতে গলাকাটা লাশ দেখতে পেয়ে পথচারিরা বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার সকাল ৮ টায় গম ক্ষেতে পুলিশ লাশ উদ্ধার করে। স্থাণীয় লোকজন প্রথমে লাশ চিনতে না পারায় মৃতের স্ত্রী আকলিমা তার স্বামীর গায়ে থাকা জামা ও পায়ের স্যান্ডেল দেখে লাশ সনাক্ত করে। মৃত ব্যক্তি পজিরউদ্দিন উপজেলার মহিষমারি ছাগলডাঙ্গী গ্রামের মৃত রহিমউদ্দিনের ছেলে। স্থাণীয়রা জানায়, চন্দনচহট ঈদগাহ মাঠ থেকে জলসা শুনে বাড়ি ফেরার পথে এ হত্যার ঘটনা ঘটে। লাশের পার্শ্বে পজিরউদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন, সাইকেল, ঔষধ পড়ে ছিল। লাশের মস্তক এখনও পাওয়া যায়নি। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস কোন মন্তব্য না করে তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে ঠাকুরগাও সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।