ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস (জাতীয় শিশু দিবস) এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ প্রমূখ। সভায় দিবস দু’টি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।