ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার বুধবার দুপুরে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি আওতার চাষকৃত সূর্য্যমুখি ক্ষেত পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় রাজাপুরের ইউএনও মাহাবুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তাওফিকুল আলম, কৃষিত্ত¡বিদ মোঃ জুলফিকার রহমান, হুমায়রা ফেরদৌসী, এ কমূসূচির জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ ও উপজেলা ব্যবস্থাপক মোঃ ফারুকউজ্জামান প্রমুখ। জানা গেছে, এ রবি মৌসুমে উপজেলায় ৩১৬ একক জমিতে সূর্য্যমুখি চাষের জন্য একক প্রতি সাড়ে ৫ হাজার ও ৫৪ একক জমিতে ভূট্টার চাষের জন্য একক প্রতি ৫ হাজার টাকা করে কৃষকদের বীজ, সার, চাষ, সেচ ও বীজ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।