জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ ছাত্রদলের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার সাতভিটা থেকে আটককৃতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা অন্তর (২৬)। অপর দুই জন হলো সানন্দবাড়ির মনির হোসেন (২৫) ও শফিক মিয়া (২৭)।
পুলিশ জানিয়েছে, ১২ মার্চ বুধবার তারা ৪বোতল বিদেশী মদসহ মোটরসাইকেল যোগে সানন্দবাড়ি থেকে জামালপুরে যাবার পথে পুলিশের হাতে আটক হয়।