চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের (বিএডিসি) টেন্ডার নিয়ে যুবলীগ ও শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে অন্তত চার জন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বিএডিসি অফিস সূত্রে ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএডিসি’র চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ২০৮.৬২০ মে: টন ননসিড (খাদ্য হিসাবে ব্যবহৃত) ধান বিক্রয় টেন্ডারের নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার। ওই দিন দুপুরে যুবলীগ নেতা কাবার নেতৃত্বে নেতা-কর্মীরা বিএডিসি অফিসে টেন্ডার বক্সে সিডিউল দাখিলের সময় শ্রমিকলীগ নেতা মমিনুল ইসলামের লোকজন বাধা দেয়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুবলীগ নেতা চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার মাহবুবের ছেলে মিন্নাল (২২), কবরস্থান পাড়ার সাহেব আলীর ছেলে মিতুল (২৪), ফার্ম পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে মোস্তাক (২১) ও ফরজ আলীর ছেলে সোহেল (২৩) গুরুতর আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শহরের উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী ।
চুয়াডাঙ্গার বিএডিসির যুগ্ম পরিচালক আব্দুল মালেক জানান, বিএডিসির ভেতরে কোনো গোলযোগ হয়নি। বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি।
সদর থানার এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দরপত্র দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় আগে থেকেই বিএডিসিতে আমার নেতৃত্বে পুলিশের একটি টিম টহলে ছিল। আমরা বিএডিসির অভ্যন্তরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি বলেও জানান এসআই রবিউল।