গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ের পাড়া-গাঁয়ের কমিউনিটি ক্লিনিকে দেশের তৃতীয় শিশুর জন্ম দিল এক গৃহবধূ। উপজেলা সদর থেকে ৫কিলোমিটার দূরে ভারইল গ্রামে কমিউনিটি ক্লিনিকে গৃহবধূ ঝর্ণা আক্তার (২২) এক কন্যা সন্তান প্রসব করে।
সূত্রমতে, সারাদেশে প্রথমে সিলেট ও পরে শেরপুরের কমিউনিটি ক্লিনিকে দুটি শিশু জন্ম গ্রহন করে। এবার তৃতীয় শিশুর জন্ম হলো গফরগাঁও উপজেলার ভারইল গ্রামের কমিউনিটি ক্লিনিকে। গৃহবধূ ঝর্ণা আক্তারের স্বামী আল আমিন জানান, স্ত্রীর প্রসব ব্যাথ্যা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যায় কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোপ্রাইটর (সিএইচসিপি) সোনিয়া আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি দ্রুত কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসার পরামর্শ দেন। রাত ১০ টার দিকে আমার স্ত্রী ঝর্ণা আক্তার নিরাপদে কন্যা সন্তান প্রসব করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়ায়েজ উদ্দিন ফরাজি বলেন, নিরাপদ প্রসবের জন্য কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিক মানসম্পন্ন। ফলে প্রসূতি মাতা নিরাপদে সন্তান প্রসব করতে পারেন। গফরগাঁওয়ের ভারইল গ্রামের কমিউনিটি ক্লিনিকে কন্যা সন্তান প্রসবকারী মা-শিশু দুজনেই সুস্থ রয়েছে।