মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল বুধবার দুপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৪তম জন্ম দিবস উপলক্ষে জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রশাসনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ।
প্রস্তুতি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন, র্যালী, শিশু সমাবেশ, চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী।
অপর দিকে স্বাধীনতা দিবস ২৬ মার্চ পালনে কর্মসূচীর মধ্যে রয়েছে রাত ১২-০১ মিনিটে তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা করে স্বাধীনতা সৌধে পুস্প্স্থবক অর্পণ, সূর্যদের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন, বিভিন্ন স্কুলের শিক্ষার্র্থীদের ডিসপ্লে, কুচকাওয়াজ, খেলাধূলা, শিশুএকাডেমী আয়োজিত মুক্তিযোদ্ধা ভিত্তিক শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন, মসজিদে জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, মন্দির, গীজা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্টানে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান।
প্রস্তুতিসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) হাসিনা ইসলাম, উপজেলা নর্বনির্বাচিত ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান, কৃষি অফিসার সফর উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, মৎস্য কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, অধ্যক্ষ আব্দুর রউফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান আতা, পৌর মেয়র ভারপ্রাপ্ত জয়নাল আবেদিন বাচ্চু, কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা জাসদ সম্পাদক মইনুল ইসলাম শামীম, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, মুক্তিযোদ্ধা মোঃ মাসুক মিয়া, কুলাউড়া সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সমাজসেবা অফিসার জাহানারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, আমেরিকা প্রবাসী সাংবাদিক মইনুর রহমান সুয়েব, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, সোনালী ব্যাংক ম্যানেজার রমজান আলী, ইসলামী ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম, প্রাইম ব্যাংক ম্যানেজার নাছির আহমদ (লাভুল), সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস ছালাম, এনজিও সংস্থা ওযাফের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক বদরুল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ কামরুল ইসলাম প্রমুখ ।