কুমিল্লা প্রতিনিধি : বিজিবি, সেক্টর সদর দপ্তর, কুমিল্লার একটি বিশেষ টহল দল কর্তৃক ১৩ মার্চ বৃহস্পতিবার পালপাড়া বেড়ীবাঁধ নামক স্থানে চোরাচালান নিরোধ অভিযান পরিচালনা করে উলেখ্ যোগ্য পরিমাণ ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়। আটককৃত শাড়ীর প্রায় ৬৪ লাখ টাকা। উক্ত মালামাল কুমিল্লা কাষ্টম্স অফিসে জমা করা হয়েছে।