কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ের কোরপাই ও উপজেলা সদরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার এক স্কুল শিশু ও দু’মোটরসাইকেল আরোহী সহ ৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় বৃহস্পতিবার দুপুর ২ টা ১৫ মিনিটে ময়নামতি সেনানিবাস এলাকাগামী একটি মোটরসাইকেল কে বিপরীত দিক থেকে আসা কন্টেইনারবাহী ট্রেইলার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হোন্ডারোহী জালালউদ্দিন (২৮) নিহত ও জাভেদ (২৫) গুরুতর আহত হয়। মুমুর্ষূ অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় জাভেদের মৃত্যু হয়। নিহতদের বাড়ি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাকিয়ারচর গ্রামে। দুর্ঘটনার পর ট্র্ইেলারটি পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে সকাল ৯ টায় বুড়িচং উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মাসুক মিয়ার মেয়ে স্থানীয় ব্র্যাক স্কুলের ১ম শ্রেনীর ছাত্রী মাঈশা (৭) স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বুড়িচং-মীরপুর সড়কে একটি সিএনজি অটোরিক্সা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।