কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান আরমানের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌরসভা মেয়র মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম হুমায়ুন মাস্টার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আফরুজা সুলতানা। শিক্ষক মো. ওবাইদুল কবির ও মো. সোলাইমান সরকার ফ্লাঞ্জির পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাংবাদিক রফিক সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. কামরুজ্জামান শেখ প্রমুখ। পরে বিকালে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।