শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে “ইন্দিরা গান্ধি স্বর্ণপদক” পেয়েছেন শ্রীবরদী উপজেলার ২ নং রাণীশিমূল পাইলট ইউ.পি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা- মোঃ আবু সামা কবির বি.এস-সি। ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি রাজধানীর পি.আই.বি হল রুমে বিকাল ৫ টায় স্মৃতিতে-৭১ “বাংলার বন্ধু ইন্দিরা গান্ধি” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সমাজ সেবায় অনবদ্য অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয। সম্মাননা স্বরুপ গোল্ড পেইন্ট ক্রেস্ট ও সনদ প্রদান করেন প্রধান অতিথি । অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি (অবঃ) সিকদার মকবুল হক।
উলেখ্য এর আগেও অনুরুপ অবদান রাখায় একই স্থানে সংবাদ মোহনা পরিবার কর্তৃক বৃহত্তর ময়মনসিংহের তিন জনের মধ্যে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও সনদ পেয়েছেন। সংগঠনটির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ডঃ এস.এম. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সাংবাদিক নেতা লায়ন মোঃ গণি মিয়া বাবু, প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডঃ সৈয়দ আনোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠক, বিশিষ্ট নাগরিক ও বিপুল সংখ্যক গুণীজন উপস্থিত ছিলেন।
পদক প্রাপ্তির পর চেযারম্যান আবু সামা ১২ মার্চ বেলা ২ টায় গণমাধ্যমকে তার প্রতিক্রিয়ায় জানান এই অর্জন তার নয় বরং তার নির্বাচনী এলাকার অসহায়-হত দরিদ্র জনসাধারণে অর্থাৎ তাকে যাহারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই অর্জন তিনি তাদের উৎসর্গ করার ঘোষণা দেন। গণতন্ত্র, ভোট, ভাত ও অসহায়দের অধিকার আদায়ে বঙ্গবন্ধু আদর্শের আজীবন সংগ্রামী ও নির্যাতিত জনপ্রিয় চেয়ারম্যান আবু সামা গৌরব উজ্জ্বল পদক অর্জন করায় এলাকার বিশিষ্ট জনরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
ইন্দিরা গান্ধি পদক লাভ করায় চেয়ারম্যান আবু সামাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক, শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুলাহ সালেহ্, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শ্যামল বাংলা ২৪ ডট কম সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা শ্রমিক লীগের সভাপতি ও দায়রা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট ঈমাম হোসেন ঠান্ডু, দপ্তর সম্পাদক ও বিটিভি’র জেলা প্রতিনিধি দেবাশিষ ভট্টাচার্য, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, আওয়ামী আইনজীবি পরিষদ নেতা এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক ব্যাংকার গোলাম সাকলায়েন, আইন বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এম.আর.টি মিন্টু প্রমুখ।