নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূন্ন করেছে সংশ্লিষ্ট বিভাগ। এবারের নির্বাচনে ৫৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫ টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে পুরুষ ৭৭হাজার ১০ জন এবং মহিলা ভোটার ৭৭ হাজার ১৩৯ জন। আগামী ১৫ মার্চ ভোট অনুষ্ঠিত হবে।
নবাবগঞ্জে তুলশী গঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বুধবার দিনাজপুরের নবাবগঞ্জের তুলশী গঙ্গা নদী থেকে মোস্তাফিজুর রহমান(২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায় মোস্তাফিজুরকে গত মঙ্গলবার রাতে একই গ্রামের বাবু হাজী নামে এক ব্যাক্তি তার নির্মানাধীন একটি বাড়ী পাহারা দেয়ার জন্য ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ী ফরে নাই। গতকাল বুধবার ধরন্দা গ্রামের পার্শ্বে তুলশীগঙ্গা নদীতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। মোস্তাফিজুরের হত্যার পিছনে পরকীয়ার ঘটনা থাকতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।