শ্যামলবাংলা ডেস্ক : অর্থ পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক আহসান আলী গুলশান থানা পুলিশের সহায়তায় ১২ মার্চ বুধবার রাত পৌনে ১১টায় তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করেন। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেফতারের পর তাকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়। পরে গুলশান থানা থেকে রমনা থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে রমনা থানা থেকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।
এদিকে ড. মোশাররফকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি অবিলম্বে ড. মোশাররফকে মুক্তির দাবি জানান। অনুরূপ বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আখতারুজ্জামান জানান, দুদকের একটি দল মোশাররফ হোসেনের গুলশান ২ নম্বর সেকশনের ৫৫ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করে। মুদ্রা পাচারের অভিযোগে দায়ের করা এ মামলায় তিনি জামিন পেয়েছিলেন। পরে তার জামিন বাতিল হয়।
দুদক জানায়, ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন গত ৬ ফেব্রুয়ারি।
দুদক জানায়, লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক তদন্তে লয়েডস টিএসবি ব্যাংকে যৌথ হিসাবে ওই অর্থের তথ্য পাওয়া যায়। ওই অর্থ দেশে ফেরত আনতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে দুদক।