শ্যামলবাংলা ডেস্ক : কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হওয়ার ৩ দিন পরও কোন হদিস পাওয়া যায়নি। বিমানটি খোঁজতে আরও বড় এলাকাজুড়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। ১১ মার্চ মঙ্গলবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানটি নিখোঁজ হবার পর ৩ দিন পার হয়ে গেলেও অনুসন্ধানকারী জাহাজ এবং বিমান থেকে ধ্বংসাবশেষের কোন চিহ্ন পাওয়া যায়নি।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
এদিকে আরও জোর অনুসন্ধান চালানোর জন্য মালয়েশিয়ান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন সরকার। নিখোঁজ বিমানটির অধিকাংশ যাত্রী ছিল চীনা নাগরিক। ৩ দিন পরও কোন খোঁজ না পেয়ে নিখোঁজ যাত্রীদের স্বজনদের মাঝেও হতাশা বাড়ছে। স্বজনদের এরই মধ্যে জানিয়ে দেয়া হয়েছে সবচেয়ে খারাপ সংবাদের জন্য প্রস্তুতি নিতে। মালয়েশিয়া জানিয়েছে, তারা আরও বড় এলাকজুড়ে এখন অনুসন্ধান চালাবে।
বিমানটির ২৩৯ জন যাত্রীর ভাগ্যে কি ঘটেছে তা জানতে নয়টি দেশের অনুসন্ধানকারী দল এখন মালাক্কা প্রণালী থেকে শুরু করে দক্ষিণ চীন সমুদ্র পর্যন্ত সাগরের একটি বড় অংশে তাদের অনুসন্ধান চালাবে। এ দেশগুলোর ৪০ টি জাহাজ এবং ৩৪ টি বিমান এখন মালয়েশিয়া এবং ভিয়েতনাম সংলগ্ন সমুদ্রে বিমানটির সন্ধান করছে।
বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, নিখোঁজদের স্বজনদের অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে। মালয়েশিয়া এই স্বজনদের কুয়ালালামপুরে নিয়ে যাবার প্রস্তাব দিয়েছে, যাতে তারা আরো কাছ থেকে উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানতে পারে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)