শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাচনে আইন শৃংখলা স্বাভাবিক রাখা বিষয়ক এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা কে, এম, মামুন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মুহাঃ শুকুর আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোলা নিজামুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হাবিবুল হক খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আকন, খাঁন মতিয়ার রহমান, আসাদুজ্জামান মিলন, আলহাজ্ব সেকান্দার আলী, গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা আকআর সাগর, বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, প্রাক্তন অধ্যক্ষ আঃ সাত্তার আকন প্রমূখ।