খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সোমবার কক্সবাজারের রামু উপজেলার দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে অনুদানের চেক হস্থান্তর করেন। চেক বিতরণকালে কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ সামরিক ও বেসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উলেখ্য, ৮ মার্চ শনিবার চৌমুহনী বাস ষ্ট্যান্ডে রামু গার্লস স্কুলের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান ও বসতবাড়িসহ ১৫টি স্থাপনা ভষ্মিভূত হয়।