রামগঞ্জ(লক্ষীপুর)প্রতিনিধি : কুমিল্লার শাকতলা র্যাব ১১ সিপিসি-২ এর ডিএডি মোঃ শাহাজাহান আলী নেতৃত্বে র্যাব সঙ্গী ও ফোর্স গোঁপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রামগঞ্জ হাজিগঞ্জ সড়কে উত্তর সোনাপুর কার্লভাটের উত্তর পার্শে চেক পোষ্ট বসিয়ে মোঃ শান শেখ(৩০) ও মোঃ সেলিম (৩৫) নামের ২ যুবককে একটি লাল রঙ্গের প্রাইভেটকার, একটি পিস্তল,ও ২রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে ।
জানা গেছে,লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় কুমিল্লার শাকতলা র্যাব ১১ সিপিসি-২ এর ডিএডি মোঃ শাহাজাহান আলীর নেতৃত্বে র্যাবের কয়েকজন সদস্য সোমবার রাত্রিকালিন ডিউটি করা কালে গোপন সংবাদে জানতে পারেন হাজিগঞ্জ থেকে একটি প্রাইভেটকার যোগে ২জন যুবক অবৈধ অস্ত্রবহন করে রামগঞ্জে আসছে। তাৎক্ষনিক রামগঞ্জ হাজিগঞ্জ সড়কে চেক পোষ্ট বসিয়ে র্যাব সদস্যরা লাল রঙ্গের একটি কেমি প্রাইভেটকার ঢাকা মেট্রো-ঘ-১৪১১১২ থামিয়ে গাড়ীতে থাকা মোঃ শান শেখের কোমর থেকে একটি ৭.৬৫ ক্যালিবারের অটো পিস্তল, সেলিমের প্যান্টের পকেট থেকে ২রাউন্ড তাজা কার্তুজসহ তাদেরকে গ্রেফতার করে । পরে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কালে গ্রেফতারকৃতরা উক্ত গাড়ী ও অবৈধ অস্ত্র তাদের বলে স্বীকার করেন । গ্রেফতারকৃত আসামী মোঃ শান শেখ ঢাকা জেলার শাহবাগ থানার পরিবাগ মহল্লার মোঃ সামছুল আলম শেখের ছেলে । অপর গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম, সিলেট জেলার পরশী থানার কেওয়া পাড়া গ্রামের মৃত জয়নাল আবদিনের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রেখে ১৯৭৮সনের অস্ত্র আইনে ১৯(এ) অপরাধ করার দায়ে রামগঞ্জ থানা একটি মামলা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।