শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জিতে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে চান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ মার্চ রবিবার বিশ্বকাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, প্রথম লক্ষ্য তো অবশ্যই দ্বিতীয় পর্বে উত্তরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ। আমরা ওই ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। ওদের হারিয়ে এশিয়া কাপে হারের প্রতিশোধ নিতে চাই।
১৬ মার্চ এই স্টেডিয়ামেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং। তিনি বলেন, আরও দুইটা ম্যাচ আছে, নেপাল ও হংকং এর বিপক্ষে। আশা করি, ৩ ম্যাচ জিতে যেন পরের রাউন্ডে যেতে পারি।
এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৩২ রানে হারলেও শক্তির বিচারে নিজেদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যে কেউ জিততে পারে বলে মনে করছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তির পার্থক্য কোন বিষয় নয়, নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ। একজন বোলার বা ব্যাটসম্যান পুরো চিত্র পাল্টে দিতে পারেন। চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে নিজেদের সেরা ক্রিকেট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিক বলেন, আশা করি, সবাই ফিট থাকবে। সেক্ষেত্রে আমাদের শক্তিও বাড়বে। আফগানিস্তানকে নিজেদের সেরা ক্রিকেট খেলে হারানোর ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে এখন আর ভাবছেন না মুশফিক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে আফগানিস্তানের অনেক ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখেছেন।