শ্যামলবাংলা ডেস্ক : ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে গেলেন বলিউডের মি. পারফেক্টশনিস্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা আমির খান। সোশ্যাল এই নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
অভিযোগ জানাতে মুম্বাই পুলিশের সদর দপ্তরে গিয়ে পুলিশ কমিশনারের সাথে দেখা করে নিজের অভিযোগ পেশ করেন আমির। এদিকে আমিরের অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা এর তদন্ত করবে বলে জানা গেছে।
আমির খান প্রযোজিত ‘সত্যমেব জয়তে’কে ঘিরে সম্প্রতি ফেসবুকে একাধিক তথ্য প্রকাশিত হয়। ওই ঘটনায় নিজের ক্ষোভের কথা জানান তিনি।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)