নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে অবাধে দেয়ালে ও গাছে পোষ্টার লাগাচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সহ গ্রামে-গঞ্জে ঘুরে ওই দৃশ্য দেখা গেছে। প্রার্থীদের পক্ষে বলা হচ্ছে তাদের কর্মীরা বিষয়টি না জানার কারনে কোন কোন স্থানে দেয়ালে পোষ্টার দিচ্ছে। বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইতিমধ্যে আচরন বিধি লঙ্ঘনের দায়ে কয়েক জন প্রার্থীর জরিমানা করা হয়েছে এবং আচরন বিধি যাতে কোন প্রার্থী লঙ্ঘন করে পার না পায় তা তদারকির কাজ অব্যাহত রয়েছে। উল্লেখ্য আগামী ১৫ মার্চ উপজেলায় নির্বচন অনুষ্ঠিত হবে।
নবাবগঞ্জে ১৭ ও ২৬ মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক,মুক্তিযোদ্ধা, সমাজ সেবক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় দিবস গুলি পালনে নানা কর্মসূচী গৃহিত হয়।