নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বৃকঞ্চি খাল ভূমি দস্যুদের দখলে রয়েছে। ঐতিহ্যবাহী ওই সরকারী খালটি ভরাট করে অবৈধ ভাবে স্থানীয় প্রভাবশালীরা দখল করে নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি হতে নাগর নদীর সাথে সংযোগ খালটি ইতিপূর্বে যথারীতিভাবে খনন করা হতো। বর্তমানে খাল খনন কার্যক্রম না থাকায় খালটির বেহাল দশায় রয়েছে। ওই সুযোগে বৃকঞ্চি গ্রামের জাফর আলী, মোফাজ্জল হোসেন, তবিবর রহমান, আজাহার আলী ও মিন্টু মিয়াসহ গ্রামের লোকজন ওই খালটির বিপুল পরিমাণ জায়গা মাটি ভরাট করে জবর দখল করে ঘর-বাড়ি গাছ লাগিয়ে এবং বিভিন্ন কাজে ব্যাবহার করছে। যার কারণে ওই খালের পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এতে বর্ষাকালিন মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সে কারণে মানুষের ঘর-বাড়িসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন হয়। এক সময় ওই খাল দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌকা চলাচল করতো। এখন ওই খালটি ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এদিকে ভূমি দস্যুরাও খাল দখলে ব্যাপক তৎপর রয়েছে। যার কারণে সরকারী খাল জবর দখলের কবলে চলে যাচ্ছে। যা দেখার মত কেউ নেই। বৃকঞ্চি গ্রামবাসীদের সাথে কথা বললে তারা বলেন, ওই খাল দিয়ে এক সময় নৌকা চলতো। খালের পানিতে মাছ ধরা হয়। খালদ্বারা মানুষের অনেক উপকার হয়। বর্তমানে রক্ষণাবেক্ষণ না থাকায় ঐতিহ্যবাহী খালগুলো অকেজো হতে চলেছে। নন্দীগ্রাম উপজেলার প্রায় ১৫ টি খালের বর্তমান বেহাল দশায় রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, খাল খননের জন্য আগের মত আর বরাদ্দ পাওয়া যাচ্ছে না। সে কারণে খালগুলো খনন করা সম্ভব হচ্ছে না। খালগুলো খনন হলে অনেক গ্রাম-গঞ্জের মানুষ অনেক উপকৃত হতো।