রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা : ঠাকুরগাওয়ে শনিবার রাতে যুবকের গলাকাটার পর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা যুবকের পরিচয় নিশ্চিত করেছে ঠাকুরগাও থানা পুলিশ। মৃত ব্যক্তি জেলার সদর উপজেলার খোঁচাবাড়ি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আব্দুল মমিন(২৬)। শনিবার রাত ১০ টার দিকে কে বা কারা শহরের কলেজপাড়া বিএডিসি ফার্ম এলাকায় টাঙ্গন নদীর পার্শ্বে প্রথমে মমিনের গলাকাটার পর তার গায়ে আগুন দেয়। আগুনে পোড়ার গন্ধ পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয় বলে জানায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। দু’দিনের টানা তদন্তে মৃত ব্যক্তির পরিচয় উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে ঠাকুরগাও থানা অফিসার ইনচার্জ ফিরোজ খান জানান, নিহত ব্যক্তির স্ত্রী, আত্মীয় স্বজনদের জিঙ্গাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার সত্যতা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে।