ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। এবারের শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষায় জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভূল’। এ উপলক্ষে ১১ মার্চ মঙ্গলবার ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জাহানারা বেগম, শিক্ষক নেতা জহুরুল হক মিলন, মাসুদুর রহমান, মমিনুল হক, সাফের আলী, মনোয়ারা বেগম প্রমূখ। শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।