ঝালকাঠি প্রতিনিধি : জনতার সামনে, এক মঞ্চে দাঁড়িয়ে, হাতে হাত রেখে, ঝালকাঠিতে মঙ্গলবার আট জন প্রার্থী সদর উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করাসহ সঠিক প্রার্থী নির্বাচনের লক্ষে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে শিশুপার্কে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ নামের অনুষ্ঠানে তারা এ শপথ নেন। এ সময় উপস্থিত ভোটাররাও সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং দুর্নীতিবাজ, সন্ত্রাসী, যুদ্ধাপরাধীসহ অসৎ, অযোগ্য ও গণবিরোধী ব্যক্তির বদলে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগের অঙ্গীকার করেন। সনাক সভাপতি প্রফেসর গুলনাহার বেগম অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন। প্রার্থীদের শপথ পাঠ করান সনাকের সাবেক সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়া। ভোটারের অঙ্গীকারনামা পাঠসহ পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আহবায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের মোট প্রার্থী ১২ জন। এরমধ্যে আট জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা হলেন- চেয়ারম্যান প্রার্থী মোঃ সুলতান হোসেন খান (আওয়ামী লীগ সমর্থিত) ও সরদার এনামুল হক এলিন (বিএনপি সমর্থিত); ভাইস চেয়ারম্যান প্রার্থী মুঃ মেহেদি হাসান খান (বিএনপি সমর্থিত), মোঃ হানিফ, মোঃ খোকন মল্লিক ও রেজাউল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালী (আওয়ামী লীগ সমর্থিত) ও সাবিহা আহমেদ (বিএনপি সমর্থিত)। ‘জনগণ কেন তাদের ভোট দিবেন’ এ নিয়ে প্রার্থীরা বক্তৃতা করেন। পরে তারা জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান ও দুলাল সাহা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মাকসুদা ইয়াসমিন ও মোঃ লিয়াকত আলী খান (আওয়ামী লীগ সমর্থিত) অনুপস্থিত ছিলেন।