কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রাণ কোম্পানীর একটি শ্রমিক বোঝাই ট্রলার অপরপাড়ে নরসিংদীর পলাশে প্রাণ কারখানায় কাজে যোগ দেয়ার জন্য শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ডুবে যায়। এতে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং নিখোঁজ রয়েছে ২ শ্রমিক। আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর কদমতলী খেয়া ঘাট থেকে অর্ধ শতাধীক শ্রমিক বোঝাই একটি ট্রলার অপরপাড়ে নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডস্ট্রিয়াল পার্কে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় অর্ধ শত শ্রমিক নদী থেকে সাঁতরে তীরে আসতে সক্ষম হয়। কিন্তু তাড়াহুড়া করে নামতে গিয়ে ৫ জন শ্রমিক আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ীতে চলে যায়। তখনো কয়েকজন শ্রমিক নিঁেখাজ ছিল। উদ্ধার কাজের ধীর গতি দেখে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে প্রাণ কর্তৃপক্ষের উপর হামলা চালায়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের নেতৃত্বে জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলমের সহযোগীতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের জন্য ডুবুরী তলব করা হলে ঢাকা থেকে আসা ডুবুরীদল ও পলাশ ফায়ার সার্ভিসের লোকজনের যৌথ চেষ্ঠায় বেলা সাড়ে ১১টার দিকে লিমন নামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। নিহত মো. লিমন মিয়া (২০) উপজেলার বাহাদুরসাহী ইউনিয়নের ধোলাসাধু খাঁ গ্রামের কাজল মিয়ার ছেলে। তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়। এ সময় লাশ দাফনের জন্য কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিখোঁজ হওয়া শ্রমিকদের স্বজনরা উদ্বেগ উৎকন্ঠা নিয়ে নদীর দু’পাড়ে অপেক্ষা করছে। তবে ট্রলার ডুবির ঘটনায় অনেকের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কারণে নিখোঁজ শ্রমিকের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। পরে ডুবে যাওয়া ট্রলারের শ্রমিকদের পরিবারের সাথে যোগাযোগ করা হলে নিখোঁজের সংখ্যা কমে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণ কারখানর এক শ্রমিক জানান, সজিব ও মনির নামে দু’জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে। তবে প্রাণ ইন্ডস্ট্রিয়াল পার্কের সহকারী মহা ব্যবস্থাপক (প্রশাসন) মো. ফজলে রাব্বির দাবি, শুধু একজন ব্যতিত সকল শ্রমিক কারখানায় উপস্থিত রয়েছে। নিখোঁজ হওয়া ১ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, প্রতিদিন সকালে কোম্পানীর দুটি ট্রলারে শ্রমিক পারাপার করে। ঘটনার সময় একটি ট্রলার আসতে বিলম্ব হওয়ায় দুই ট্রলারের শ্রমিক এক ট্রলারে তাড়াহুড়া করে উঠায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করে ডাঙ্গায় তোলা হয়েছে বলে ইউএনও মো. কামরুল আহ্সান তালুকদার জানান। নদীতে মধ্যে আর কোন শ্রমিক নেই বলে জানান প্রাণ কর্তৃপক্ষ। বিকাল ৫টায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। ঘটনার পর কালীগঞ্জ ও পলাশ উপজেলার নির্বাহী অফিসারদ্বয়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পরিদর্শণ করেন।