ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় কলাই তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নারী সহ উভয় দলের ১০ জন আহত হয়েছে। আহতদের কাঠালিয়ার আমুয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে জয়খালী গ্রামের জালাল হাওলাদার ও তার চাচাতো ভাই শাহজাহান হাওলাদারের মধ্যে কলাই তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। উভয় দলের লোকজন লাঠি ও দা নিয়ে আক্রমন করলে এতে রেজাউল, ফাইজুল, মুক্তা, বিউটি, শাহজাহান, নাজমুন্নাহার, জন্টু, জালাল, নান্টু জোমাদ্দার,হাচানসহ ১০ জন আহত হয়।
কাঠালিয়ায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সেবা মাস
ঝালকাঠি প্রতিনিধি : পল্লী দরিদ্র ফাউন্ডেশনের সেবা মাস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ১১ মার্চ সকাল ১০ টায় র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ বছরের সেরা সেবা দানকারী ও গ্রাহকদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পলী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপ পরিচালক শামীম আরা স্বপ্না, উর্ধ্বতন সহ-পরিচালক মোঃ মামুন অর রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান,আলতাফ হোসেন,মোঃ কামরুজ্জামানসহ কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিরা।
কাঠালিয়ায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে মঙ্গল বার সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম খান,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কিং ফয়সাল,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুল আলম মিলনসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন স্টলে নানা ধরনের শিক্ষা উপকরন শোভা পায়।