ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : মধুখালীতে বড় দুই দলের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ২:৪৩ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : মধুখালীতে বড় দুই দলের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মধুখালী উপজেলা নির্বাচন বেশ জমে উঠেছে। ভোর থেকে গভীর রাত অবধি চলে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা। উপজেলার বিভিন্ন গ্রাম ,পাড়া মহল­ায় চায়ের দোকানে জমে উঠছে আলাপ আলোচনার ঝড়। নিজ নিজ প্রার্থীর পক্ষে সমর্থকেরা চালাচ্ছে প্রচারনা। গ্রামের পাড়ায় পাড়ায় গঠন করা হয়েছে নিজ নিজ প্রার্থীর পক্ষের প্রচারচনা কমিটি। উপজেলা নির্বাচনে বড় দুই দলের প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ সমর্থীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজুর রহমান মঞ্জু মিয়া ও বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ আজিজুর রহমান মোল্যা এর মধ্যে হাড্ডা হাড্ডি হবে বলে ভোটাররা মনে করছেন।আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মোঃ মফিজুর রহমান মঞ্জু মিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়ায় তার রয়েছে উপজেলায় ব্যাপক পরিচিতি সাংগঠনিক শক্তি ও ব্যাক্তিগত ইমেজে এবারের নির্বাচনে তার বিশাল কর্মিবাহিনী নিয়ে ভোট যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ আজিজুর রহমান মোল্যা তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার দলীয় কর্মিবাহিনী নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। অভিজ্ঞ মহল মনে করছেন এবারের উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে। তারা বলেন অতিতে উপজেলার দুই প্রান্ত থেকে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেন। এবারের নির্বাচনে উপজেলা সদরের একই এলাকায় বড় দুই দলের প্রার্থী হওয়ায় নির্বাচন জমে উঠেছে। উপজেলা চেয়ারম্যান পদে অন্যান্য দলের প্রার্থী হিসাবে উপজেলা জামাতের সেক্রেটারী জেনারেল মোঃ আলীমুজ্জামান ও উপজেলা জাতীয় পাটি(এরশাদ)মির্জা আলী আহম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামাতের প্রার্থী জামাত সমর্থীত ভোট তার পক্ষে যাওয়ায় বিএনপির প্রার্থীর চেয়ে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। কে হবেন চেয়ারম্যান হিসেবে বিজয়ী সে জন্য আগামী ১৫ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে উপজেলা বাসিকে ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!