মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মধুখালী উপজেলা নির্বাচন বেশ জমে উঠেছে। ভোর থেকে গভীর রাত অবধি চলে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা। উপজেলার বিভিন্ন গ্রাম ,পাড়া মহলায় চায়ের দোকানে জমে উঠছে আলাপ আলোচনার ঝড়। নিজ নিজ প্রার্থীর পক্ষে সমর্থকেরা চালাচ্ছে প্রচারনা। গ্রামের পাড়ায় পাড়ায় গঠন করা হয়েছে নিজ নিজ প্রার্থীর পক্ষের প্রচারচনা কমিটি। উপজেলা নির্বাচনে বড় দুই দলের প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ সমর্থীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজুর রহমান মঞ্জু মিয়া ও বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ আজিজুর রহমান মোল্যা এর মধ্যে হাড্ডা হাড্ডি হবে বলে ভোটাররা মনে করছেন।আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মোঃ মফিজুর রহমান মঞ্জু মিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হওয়ায় তার রয়েছে উপজেলায় ব্যাপক পরিচিতি সাংগঠনিক শক্তি ও ব্যাক্তিগত ইমেজে এবারের নির্বাচনে তার বিশাল কর্মিবাহিনী নিয়ে ভোট যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ আজিজুর রহমান মোল্যা তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার দলীয় কর্মিবাহিনী নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। অভিজ্ঞ মহল মনে করছেন এবারের উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে। তারা বলেন অতিতে উপজেলার দুই প্রান্ত থেকে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেন। এবারের নির্বাচনে উপজেলা সদরের একই এলাকায় বড় দুই দলের প্রার্থী হওয়ায় নির্বাচন জমে উঠেছে। উপজেলা চেয়ারম্যান পদে অন্যান্য দলের প্রার্থী হিসাবে উপজেলা জামাতের সেক্রেটারী জেনারেল মোঃ আলীমুজ্জামান ও উপজেলা জাতীয় পাটি(এরশাদ)মির্জা আলী আহম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামাতের প্রার্থী জামাত সমর্থীত ভোট তার পক্ষে যাওয়ায় বিএনপির প্রার্থীর চেয়ে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। কে হবেন চেয়ারম্যান হিসেবে বিজয়ী সে জন্য আগামী ১৫ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে উপজেলা বাসিকে ।