শরিফুল ইসলাম শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপি’র দূর্গ আওয়ামীলীগ দখলে নেয়ার জোর তত্পরতাকে বিএনপি নিজেদের দূর্গ বে-হাত না করতে হঠাত্ এক প্রার্থীকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্তে নির্বাচনী মাঠকে পাল্টে দিয়েছে বিএনপি।
এ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপি থেকে একক প্রার্থী মনোনয়ন দিতে দফায় দফায় নানা নাটকীতায় শেষ পর্যন্ত ৩জন প্রার্থী নির্বাচনি মাঠে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। বিএনপির ৩ প্রার্থীর মধ্যে উপজেলা বিএনপিসহ সভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলাম (চিংড়ি মাছ) দাবী করে আসছেন উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম স্থানীয় নেতাকর্মী সমর্থকদের মতামতের ভিত্তিতে তাকে বিএনপি’র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা সাংগঠনিক সম্পাদক বাবর আলী বিশ্বাস (দোয়াত কলম) দাবী করেন কেন্দ্র ও জেলা কমিটি সমর্থন দেয়ায় প্রার্থী হয়েছেন তিনি এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু (মোটরসাইকেল) বিদ্রোহী প্রার্থী হয়ে ভোটে লড়ে যাচ্ছিলেন। ভোটের মাত্র ক’দিন বাঁকী থাকায় বিএনপি’র দূর্গ আওয়ামীলীগের দখলে চলে যেতে পারে এ শংকায় ৬ মার্চ রাতে বিএনপি সমর্থিত ২ ইউপি চেয়ারম্যান ও নেতাকর্মীদের উপস্থিতিতে দলের স্বার্থ বিবেচনায় নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা সাংগঠনিক সম্পাদক কেন্দ্র ও জেলা কমিটির সমর্থন পাওয়া চেয়ারম্যান প্রার্থী বাবর আলী বিশ্বাস বিদ্রোহী প্রাথী হিসেবে আলোচিত উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটুকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে তার নির্বাচনি কর্মীদের নিয়ে চুটুর হয়ে ভোট ভিক্ষায় মাঠে নেমে পড়েছেন। বাবর আলী বিশ্বাস জানান, দলের স্বার্থকে বড় করে চিন্তা করায় তার এ চূড়ান্ত সিদ্ধান্ত। এ দিকে আওয়ামীলীগ থেকে ঘোষিত একক প্রার্থী জেলা আ’লীগের সহসভাপতি ডাঃ আশরাফুল হক চুনু (কাপ পিরিচ) লড়ে যাচ্ছেন বিজয় ছিনিয়ে নিতে। অপর দিকে স্বতন্ত্র প্রাথী রয়েছেন ২ জন একজন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ (ঘোড়া) ও ডাঃ আব্দুল মতিন (আনারস)। তবে ভোটারেরা বলছেন, বিএনপির ৩জন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করলে নিশ্চিত আওয়ামীলীগের ঘরে চলে যেত উপজেলার সিংহাসন। এখন বিএনপির মধ্যেই চেয়ারম্যান থাকতে পারে এমন আশার আলোয় উলাসে আছেন বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী সমর্থকেরা। তবে অনেক ভোটার বলছেন, চেয়ারম্যান পদে লড়ায়টা ত্রিমূখী হতে পারে। বিএনপি’র ২জন এবং আ’লীগের একক প্রার্থীর মধ্যে লড়ায় হবে এবং খুব অল্প ভোটে জয় পরাজয় ঘটবে বলে অনেকের মন্তব্য । এ দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে (বর্তমান ভাইস চেয়ারম্যান) জামায়াতের ডাঃ লোকমান আলী ( চশমা)ও আ’লীগের উপজেলা কৃষকলীগ সভাপতি আতাউর রহমান রজব(টিঊওবয়েল) ভোট ভিক্ষায় মরিয়া। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ঘোষিত রেশমাতুন আরস রেখা (ফুটবল), বিএনপি সমর্থক সামশুন্নাহার (ফুলের টব), সুলতানা রাজিয়া (কলস), আফরোজা বেগম (সেলাই মেশিন), রমেশা বেগম (হাঁস), কোহিনুর বেগম (পদ্ম ফুল), খাইরুন নেশা (বৈদ্যুতিক পাখা) ও আ’লীগ ঘোষিত সুরাইয়া বেগম ডলি (প্রজাপতি) ভোটের মাঠ চষে বেড়াছেন। প্রার্থীরা রাস্তা-ঘাট, শিক্ষা, কৃষি, দারিদ্র বিমোচনসহ নানা উন্নয়নের প্রতিশ্র“তি দিয়ে নিজেদের ঝুলি ভর্তি করতে ভোটারদের কাছে ভোট ভিক্ষায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার মোট ৬৬ হাজার ২৪জন ভোটারের মধ্যে পুরুষ ৩২হাজার ৫৮ এবং মহিলা ৩৩হাজার ৯ শত ৬৬ জন ভোটার আগামী ১৫ মার্চ চূড়ান্ত করবে তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে।