আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ‘মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মাণে ভূষিত সহ রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরীর ক্ষেত্রে ৩০ ভাগ নির্ধারিত কোটা দিয়েছেন। আমিও একজন মুক্তিযোদ্ধা। তাই মহান জাতীয় সংসদে আপনাদের সকল দাবি-দাওয়া উত্থাপন করব। স্বাধীনতা পরবর্তী ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। যারা স্বাধীনতা-সার্বভৌমত্য স্বীকার করেনা তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের আন্দোলন অব্যাহত থাকবে। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সকল ভেদাভেদ ভুলে অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলুন।’
১০ মার্চ সোমবার বিকেলে উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংগঠক, মুজিব বাহিনীর প্রধান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়ার সভাপতিত্বে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম মোর্তুজা খান, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল হক সরদার, আ. রইচ সেরনিয়াবাত, আ. রশিদ সিকদার, আবু তাহের, গোলাম মোস্তফা মাস্টার, বকতিয়ার সিকদার, শাহজাহান ফকির, মোজাম্মেল হক, এসএম তাজুল ইসলাম, লুৎফর তালুকদার, এমএম রফিকুল ইসলাম, এমএ ফয়েজ, আবুল মনসুর আহম্মেদ, লিয়াকত আলী হাওলাদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।