রামগঞ্জ(লক্ষীপুর)প্রতিনিধিঃ রামগঞ্জ থানা পুলিশ রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার কাউনিয়া বাজার এলাকা থেকে কামাল হোসেন শান্ত প্রকাশ জুতা কামাল নামে(২৮)এক অস্ত্রধারী সন্ত্রাসীকে একটি নাইন এমএম পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে । সে পার্শবতী ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামের মির্জা বাড়ির রসুল করিমের ছেলে।
জানা গেছে, রামগঞ্জ থানার এসআই ফারুক ও এ এস আই মমিনের নেতৃত্বে পুলিশের একটি দল রবিার বিকেলে উপজেলা কাউনিয়া রামগঞ্জ থানাধীন এলাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অভিযানে নামে। সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাউনিয়া বাজার চৌরাস্তা নামক স্থানে সন্দেহেজনভাবে কামাল হোসেন শান্ত একটি মোটর সাইকেল চালিয়ে ঘুরাফেরার সময় অভিযানকৃত পুলিশ তাকে একটি সয়ংক্রিয় নাইন এমএম পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে । পুলিশ জানায় গ্রেফতারকৃত কামাল হোসেন শান্ত একজন দুর্ধর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে রামগঞ্জ ও ফরিদগঞ্জ থানায় হত্যা,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে ।
রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত সড়ক অবরোধ,গাড়ী ভাংচুর
রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপির হাজির পাড়া নামকস্থানে সোমবার বিকেলে হাজিগঞ্জ থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের ছাপায় রুবেল হোসেন (১৭) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয় । প্রতিবাদে উত্তেজিত জনতা সড়কে ব্যারিক্যাট দিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় ঢাকা-হাজিগঞ্জ-রামগঞ্জ মহাসড়কে প্রায় ১০ কিঃ মিঃ যানজট সৃষ্টি হয় । রামগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতার বাধার সম্মুখিন হয় । নিহত রুবেল হোসেন রামগঞ্জ উপজেলার হাজির পাড়া গ্রামের হতদরিদ্র রিকসা চালক ফজল হকের ছেলে ।