গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : রহনপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ১০ মার্চ সোমবার বিকাল ৫ টায় ঘোষনা করা হয় । উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার খন্দকার ইয়াসির আরেফিন এ উপনির্বাচনের তফসিল ঘোষনা করেন। আগামী ১৮ মার্চ মনোনয়ন দাখিল, প্রার্থীতা বাছাই ২০ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ২১ মার্চ, প্রতিক বরাদ্ধ ২২ মার্চ ও ৫ এপ্রিল মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ মেয়র পদটি শূন্য ঘোষনা করা হয়।