সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে সাপাহার প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে প্রেসক্লাব সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক এর উপর অতর্কিত হামলার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাবেক সভাপতি মোঃ তছলিম উদ্দীন, সহ সভাপতি মোঃ দছির উদ্দীন, সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংবাদিক মফিজ উদ্দীন, ইব্রাহিম খলিল, আলমাসুদ রেজা গোলাপ, আবুল হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। সভায় বক্তাগন অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। উলেখ্যঃ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্যের এক অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আক্কাস আলীর ওপর এক দল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)