জেলা প্রতিনিধি : ভোলার বিএনপি’র নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। সকালে শহরের মোল্লাপট্টি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পিকেটারদের ধাওয়া করে। একই স্থানে একটি ট্্রাক ও বাসের গ্যাস ভাংচুর করে হরতালকারীরা।সকালে ভোলা অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকলেও শহরের অধিকাংশ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অপ্রতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে মোতায়েন ছিল পুলিশ । রবিবার যুবদল নেতা কবির হোসেনকে আটকের প্রতিবাদে সোমবার আধাবেলা হরতাল ডাক দেয় ভোলা জেলা বিএনপি।