মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। ১০ মার্চ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ডাকাতরা হলেন- আব্দুস সুকুর (৩৮), আনোয়ার হোসেন (২৯), নুরুল ইসলম (৪০) ও জালাল উদ্দিন (৩৫)। তাদের বাড়ি লক্ষীপুর, ফেনী ও বড়লেখা উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন ডাকাত দাসের বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় চার ডাকাতকে আটক করে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে চারটি রামদা, তিনটি দা, মুখোশ, তিনটি চাইনিজ কুড়াল ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।বড়লেখা থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারে ট্রাকের চাপায় মাদ্রসা ছাত্রের মৃত্যু
মৌলভীবাজার শমসেরনগর আঞ্চলিক সড়কে ট্রাকের চাপায় মাহফুজ আহমদ(১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ১০ মার্চ সোমবার বিকেল ৩ টার দিকে শ্যামেরকোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মাহফুজ কুলাউড়া উপজেলার টাট্রিউলি গ্রামের মুহিব আলীর ছেলে।
স্থানায়ী সূত্রে জানা যায়, শ্যামেরকোনা হাফিজা মাদ্রাসার ছাত্র মাহফুজ দুপুরে খাবার খেতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মো: আবদুল হাই চৌধুরী বিষয়টি নশ্চিত করে জানান, ট্রাকটি ফেলে ঘাতক চালক পালিয়েছে ।