ads

সোমবার , ১০ মার্চ ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে বৃত্তি পরীক্ষার ফল পূর্ণমূল্যায়নে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০১৪ ৪:৪৮ অপরাহ্ণ

Britte-1এম, এ করিম মিষ্টার, নীলফামারী : ২০১৩ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল পূর্ণমূল্যায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন বৃত্তি থেকে বঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকরা। রবিবার জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধনের আয়োজন করে সদর উপজেলার সচেতন অভিভাবকবৃন্দ। মানববন্ধনে অভিযোগ করা হয়, প্রাথমিক শিক্ষা বিভাগের উদাসীনতার কারণে জিপিএ-৫ প্রাপ্ত অনেক শিক্ষার্থী বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। অথচ কম নম্বর পেয়েও বৃত্তি পেয়েছে অনেক শিক্ষার্থী। মানববন্ধনে অংশ নেয়া মতিউন নাহার মিরা, ফৌজিয়া সিরাজী, নূরুননাহার বেগম ও মোতাহারা বেগম অভিযোগ করে বলেন, তাদের সন্তান জিপিএ-৫ পেয়েও বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগ অস্বীকার করে নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা থেকে বৃত্তির রেজাল্ট হয়ে থাকে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের ফলাফল প্রেরণ করে থাকি।

সৈয়দপুরে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার মা ও ছেলে আটক

Shamol Bangla Ads

Fensidil-2সৈয়দপুর থানা পুলিশ শহরের মিস্ত্রিপাড়া বটগাছ মোড় এলাকা থেকে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। সোমবার ওই এলাকার মৃত মুর্শিদ আলীর বাসা থেকে ওইসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মৃত মুর্শিদের স্ত্রী ওবায়দা (৬৫) ও তার পুত্র রিক্সাচালক কলিম (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির সহকারি শহর উপ-পরিদর্শক (এটিএসআই) মোস্তাক আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার ও তাদের আটক করে। সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোস্তাকের নেতৃত্বে পুলিশ মিস্ত্রীপাড়া এলাকায় মৃত মুর্শিদের বাসায় অভিযান চালায়। এসময় পুলিশ বাসায় তল­াশী চালিয়ে খাটের নিচ থেকে ২টি বস্তায় রক্ষিত ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির মালিক বৃদ্ধা ওবায়দা ও তার পুত্র কলিমকে পুলিশ গ্রেফতার করে। তবে আটক বৃদ্ধা সাংবাদিকদের জানায়, দুপুরের দিকে আমি বাসার কাপড় পরিস্কারের জন্য টিউবওয়েলের পাড়ে ছিলাম। এসময় তার বড় ছেলে মৃত সাহিদের মেয়ে জামাই রাজুর ভাবি ইয়াসমিন ও রাজুর খালাতো বোন ডলি হঠাৎ তার বাসায় এসে বস্তা দুটি খাটের নীচে রেখে যায়। বস্তায় কি আছে জানতে চাইলে পরে এসে জানাবে বলে তারা স্থান ত্যাগ করে। এরপরেই পুলিশ তার বাসায় অভিযান চালায়। খোঁজ নিয়ে জানা গেছে ওই বৃদ্ধার নাতনী জামাই রাজু সৈয়দপুরের চিহ্নিত ফেন্সী সম্রাজ্ঞী বেবিয়ার ছোট পুত্র । পুলিশের হাত থেকে রেহাই পেতে তার কথামতো উলি­খিতরা ফেনসিডিলগুলো ওই বাসায় রেখেছিল। অভিযানের নেতৃত্ব দানকারি এটিএসআই মোস্তাক জানান, ওই এলাকা থেকে প্রতিদিনই স্কুলের ব্যাগে করে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদে সোর্স নিয়োগ করা হয়। সোর্সের দেয়া নিশ্চিত সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও এ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মা ও পুত্রকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানায় খবর দেয়া হলে থানার উপ পরিদর্শক সহিদুল ইসলাম সহিদ ঘটনাস্থলে এসে স্বাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ফেনসিডিলসহ আটক মা ও পুত্রকে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।

নীলফামারীতে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন

Aumbulance-011স্বল্পমূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে নীলসাগর গ্র“পের সহযোগিপ্রতিষ্ঠান শাহানা খানম ফাউন্ডেশন। রবিবার বিকেলে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল সড়কের অনুভব ফাউন্ডেশন কার্যালয়ে এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. øেহকান্তি চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্র“পের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ আফজালুল হক, সমপাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুস সোবহান, অনুভব ফাউন্ডেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আলী সুজন, আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক তানসেন বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, চিকিৎসার প্রয়োজনে জরুরী রোগি পরিবহনে নীলফামারী থেকে দেশের যেকোন স্থানে অলাভজনক ভিত্তিতে এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে। এছাড়া প্রতিবন্ধি গর্ভবতী এবং দরিদ্রদের জন্য বিশেষ ছাড়ের মাধ্যমে এ্যাম্বুলেন্স সেবা পচিালিত হবে।

সৈয়দপুরে রিইব’র উদ্যোগে গ্রামীণ ১৯ নারীকে সম্মাননা প্রদান

Shamol Bangla Ads

Women-012নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৯ জন গ্রামীণ মহিয়সী নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। গবেষনা প্রতিষ্ঠান রিসার্চ ইনিমিয়েটিভ বাংলাদেশ ( রিইব) এর উদ্যোগে ওই সম্মাননা প্রদান করা হয়। শহরের পৌরসভা সড়কস্থ প্রতিষ্ঠানের সৈয়দপুর আঞ্চলিক অফিসের ড. কোরবান আলী কনফারেন্স রুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিইব চেয়ারম্যান এবং জাতিসংঘের সোমালিয়া জাতিগত সংঘাত নিরসনের কনসালটেন্ট াান্তর্জাতিক খ্যাতিমান মানবাধিকার কর্মী ড. শামসুল বারি। বিশেষ অতিথি ছিলেন সংস্থার কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের সমন্বয়কারী মতিউর রহমান। কৃষি, মানবাধিকার, তথ্য অধিকার, নারী অধিকার, আদিবাসী সমাজের অধিকার, শিশু শিক্ষা, যৌথ উদ্যোগ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং গবেষনা এই ৯ ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়েছে। সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছে কৃষিতে নতুন প্রযুক্তি সম্প্রসারণ, তামাক চাষ দূর করা, আধুনিক জাতের বীজ ব্যবহার করে কৃষিতে নিজের পরিবর্তন, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য ৩ জন, মানবাধিকার ক্ষেত্রে যারা গ্রাম পর্যায়ে সমাজের মানবাধিকার রক্ষায় কাজ করছেন এমন ৩ জন, তথ্য অধিকার ব্যবহার করে সরকারি কাজে জববাদিহি এনেছে এমন ১ জন, নারীদের ক্ষমতায়ন, পারিবারিক বিরোধ মীমাংসা, সালিশের অংশগ্রহণের জন্য ৩ জন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় ৩ জন, শিশু শিক্ষা অবদানের জন্য ৩ জন, ক্ষুদ্র নারী উদ্যোক্তা ১ জন এবং গবেষণার মাধ্যমে নিজেরা একত্রিত হয়ে নিজেদের সমস্যা সমাধান করার ক্ষেত্রে অবদান রেখেছেন এমন ২ জনসহ মোট ১৯ জন। সম্মাননা প্রত্যেক নারীকে একটি সার্টিফিকেট, একটি ক্রেষ্ট এবং সাংসারিক ও কৃষি উপকরণ প্রদান করা হয়। সম্মাননা পাওয়ার পর সবাই ক্রেষ্ট, সার্টিফিকেট ও পুরস্কার হাতে নিয়ে একসাথে ‘আমরা করবো জয়’ গানটি গেয়ে উঠেন এবং মানুষের জন্য আরও বেশি কাজ করার দীপ্ত শপ নেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!