ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নির্বাচনত্তোর এক কর্মী সমাবেশ ১০ মার্চ সোমবার বিকেলে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল এ কর্মী সভায় আওয়ামী লীগের কোন্দলই ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থীর পরাজয়ের কারন বলে উল্লেখ করে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আমিরুজ্জামান লেবু, সৈয়দুর রহমান ফজু, আশরাফ আলী মেম্বার, একেএম সামিদুল ইসলাম মজিবুর রহমান, স্বাধীন মিয়া, ফারুক আহম্মেদ প্রমূখ। কর্মী সমাবেশে আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বক্তব্য দিতে গেলে তার বিরুদ্ধে স্থানীয় বিএনপির এক নেতার পক্ষে দালালী করার অভিযোগ এনে তৃনমূল নেতাকর্মীরা তার উপর চড়াও হয়।