চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা-জগন্নাথপুর সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন, নিম্নমানের সার, ঘড়ির ব্যাটারী, টিভির ফ্লিম রেজিষ্টার, চার্জ লাইটের সুইচ, মোবাইল সেট, এলইডি বাল্ব, টিভির রেক্টিফায়ার, আলমসাধুসহ সবুজ (২২) নামের এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। সবুজ দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের খোরশেদ আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী ও মঞ্জুরুল আলম সঙ্গীয় ফোর্স সোমবার ভোর থেকে বেলা বারটা পর্যন্ত দর্শনা ও জাহাজপোতা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ লক্ষাধিক টাকা মালামালসহ সবুজকে আটক করে। পরে তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।