গাবতলী(বগুড়া) প্রতিনিধি : সমন্বিত নারী উন্নয়ন প্রকল্পের আওতায় পল্লি সামাজিক উন্নয়ন সংগঠন (পশাউস) আয়োজিত প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মাঝে গাবতলী কার্যালয়ে সোমবার ৮ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুনিরা সুলতানা। পশাউসের নির্বাহী পরিচালক মোহম্মদ সরকার আব্দুল হাই এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, পশাউসের উপ-পরিচালক জাহিদুল ইসলাম মমিন, প্রকল্প সমন্বয়ক আঃ সোবাহান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সেলাই প্রশিক্ষক জয়নাল আবেদীন, আঃ গফুর ও আঃ হান্নান প্রমুখ।