ads

সোমবার , ১০ মার্চ ২০১৪ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের আর মাত্র দু’দিন বাকী : আদালত অঙ্গনে এখন প্রচার- প্রচারণা তুঙ্গে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০১৪ ৪:২৫ অপরাহ্ণ

Tapash Dada-44কুমিল্লা প্রতিনিধি : আর মাত্র দু’দিন বাকী। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচন। আসন্ন ১৩ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে কুমিল­া আদালত অঙ্গন এখন সরগরম। প্রধান দু’টি রাজনীতি দল নিজেদের মর্যাদা লড়াই হিসেবে দেখছেন এই নির্বাচনকে। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উসাহ উদ্দীপনা ততই বেড়ে চলছে। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের দোয়া ও সমর্থন কামনায় প্রার্থীরা রাতে ঘুমকে হারাম করে ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ী বাড়ী। বলা চলে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এছাড়াও ভোটারদের মন জয় করতে এসব প্রার্থীরা নতুন নতুন কৌশল অবলম্বন করে ছুটছেন দ্বারে দ্বারে। এমনকি মোবাইল ফোনে ম্যাসেজ দিয়েও দোয়া ও সমর্থক কামনা করছেন কেউ কেউ।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের “মোশারফ-মাহবুব পরিষদ” এর প্রার্থীরা হলেন:- সভাপতি পদে অ্যাড. মীর মোশারফ হোসেন (২), সহ-সভাপতি পদে মো: লেয়াকত আলী ও মো: জহিরুল হক, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো: মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো: আজাদ হোসেন, ট্রেজারার পদে অ্যাড. জাফর উল­্যাহ ভূইয়া, সেক্রেটারি লাইব্রেরী অ্যাড. মো: আমির হোসেন খাঁন, সেক্রেটারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. মো: গিয়াসউদ্দিন মজুমদার, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. নাজমূন নাহার, সেক্রেটারি রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার পদে অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. মো: আজহারুল ইসলাম, অ্যাড. মো: জালাল আহম্মেদ সাজু, অ্যাড.জয়দেব চন্দ্র সাহা, অ্যাড. মো: মাহাবুবুর রহমান (৩), অ্যাড. মো: সাদেক হোসেন সাদি, অ্যাড. মোহাম্মদ সেলিম মিয়া, ও অ্যাড. স্বপন চন্দ্র দেবনাথ ।
আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীরা বলেন- বিগত দিনের সকল ভেদা-ভেদ ভুলে গিয়ে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত “মোশারফ-মাহবুব” পরিষদকে পূর্ণ প্যানেলকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Shamol Bangla Ads

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের “কাজী নাজমুস সা’দাত-মো: শরীফুল ইসলাম পরিষদ” এর প্রার্থীরা হলেন:- সভাপতি পদে অ্যাড. কাজী নাজমুস সা’দাত, সহ-সভাপতি পদে অ্যাড. কে.বি হারুন-উর-রশীদ ও অ্যাড. মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো: শরীফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো: মাহবুবুল হক খন্দকার, ট্রেজারার পদে অ্যাড. এ.টি.এম শওকত হোসেন, সেক্রেটারি লাইব্রেরী অ্যাড. মোহাম্মদ শাহীন মিয়া, সেক্রেটারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. মো: জালাল উদ্দিন, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. মো: এনামুল হক সরকার, সেক্রেটারি রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার পদে অ্যাড. কাজী মফিজুল ইসলাম এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. মো: আবু তাহের, অ্যাড. মো: আলমগীর হোসেন, অ্যাড. লুফুর রহমান, অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. মো: মোশারফ হোসেন খন্দকার, অ্যাড. ননী গোপাল বাড়ৈ ও অ্যাড. সরকার গিয়াস উদ্দিন মাহমুদ।
বিএনপি সমর্থিত একজন আইনজীবী বলেন- বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও রোল এন্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান অ্যাড. কাইয়ুমুল হক রিংকু’র নিরলস পরিশ্রমে দীর্ঘদিন ধরে আদালত অঙ্গনে বিএনপির ঘঁটি হিসেবে পরিণত হয়েছে তাই গত বছরের সাফল্য ধরে রাখতে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিজয় নিশ্চিতেই দিকেই এগিয়ে যাচ্ছে ইনশাল­াহ।
এদিকে, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচন পরিচালনা উপ-কমিটি’র আহবায়ক ও জেলা আইনজীবী সমিতি’র সাধারণ সম্পাদক অ্যাড. তারেক আব্দুল­াহ এ প্রতিনিধিকে জানান- নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা থেকে শুরু করে সকল প্রক্রিয়া শেষ। এখন ভোট গ্রহণের অপেক্ষা মাত্র। এ বছর নির্বাচনে ৯শ ২৩জন ভোটার ১৭টি পদে ঐদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন  নির্বাচন কমিশন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!