কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জামায়াতের ছত্রছায়ায় সন্ত্রাসী জঙ্গীবাদি এবং যে সব হত্যার ঘটনা ঘটানো হয়েছে সেগুলোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করুণ তা হলে পুলিশ আপনাদের সন্ত্রাসী ও গুন্ডাবাহিনী নিয়ে মাথা ঘামাবে না। নির্বাচিত সরকারকে সময়ের আগে টেনে নামানোর চক্রান্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ করে বসে থাকতে পারেনা। তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতেই আছে। যেটুকু সমস্যা আছে তা তৈরী করছে বিএনপি ও জামায়াত মিলে। ফলে বেগম খালেদা জিয়া ও জামায়াতীরা সন্ত্রাসী তৎপরতা থেকে সরে এসে জাতীর কাছে মাফ চাইবেন এবং জঙ্গীবাদি ও সন্ত্রাসীদেরকে পুলিশের কাছে তুলে দেবেন বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
৯মার্চ রবিবার বেলা সাড়ে ১২ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে নারী দিবসের মেলা উদ্বোধন ও পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মেলার স্টল ঘুরে দেখার পর উপজেলা অডিটরিয়ামে মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কামারুল আরেফীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।